যেভাবে গ্রেফতার হলেন অপু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

যেভাবে গ্রেফতার হলেন অপু


সময় সংবাদ ডেস্ক//
তুমুল জনপ্রিয় টিকটক সেলিব্রেটি অপুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন। তিনি জানান, সড়কে একজনকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, প্রকৌশলী মেহেদি হাসান রবিন উত্তরার সড়কটি দিয়ে তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে তার ২ থেকে ৩ জন বন্ধুও ছিল। তবে আলাউল এভিনিউয়ের সড়ক আটকে আপু ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। এতে ক্ষিপ্ত হয়ে আপু ও তার সহযোগীরা রবিনসহ তার বন্ধুদের মারধর করে। এতে রবিন এবং বাকি দুইজন গুরুতর আহত হয়।

এরপর স্থানীয়রা অপু ও তার সহযোগীদের বিরক্ত করার জন্য গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

Post Top Ad

Responsive Ads Here