সময় সংবাদ ডেস্ক//
লিবিয়া উপকূল থেকে অন্তত ৫৫ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। উপকূলীয় জ্লিতান শহরের একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
রোববার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় মানব পাচারে জড়িত একজনকে গ্রেফতার করে স্থানীয় প্রশাসন।
ইতালি এবং মালটা হয়ে ইউরোপে প্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগরকে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। যাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।