তরুণীর সামনে ‘প্যান্ট খুলে’ ভাইরাল হওয়া সেই বখাটে কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০

তরুণীর সামনে ‘প্যান্ট খুলে’ ভাইরাল হওয়া সেই বখাটে কারাগারে

সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামে তরুণীর সামনে ‘প্যান্ট খুলে’ ভাইরাল হওয়া সাজ্জাদ হোসেন বাবলুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। বাবলু ওই থানার পশ্চিম মাদারবাড়ির টং ফকির মাজার লেন এলাকার ছালেহ আহমেদের ছেলে।

ওসি ফজলুর রহমান ফারুকী বলেন, বাবলুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন এক নারী। ওই মামলায় বুধবার তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৯ আগস্ট বাবলুর পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের পরিবারের ঝগড়ার ঘটনা ঘটে। ঘটনার ছয়দিন পর মঙ্গলবার তরুণীকে ধর্ষণের হুমকি দেয়ার একটি ভিডিও ও ছবি ফেসবুকে ভাইরাল হয়। যাতে দেখা যায় ঝগড়ার সময় ‘প্যান্ট খুলে’ ওই তরুণীর সামনে দাঁড়িয়ে আছে বাবলু। এরপর বিষয়টি নজরে এলে ওই রাতেই নগরীর আগ্রাবাদ এলাকা থেকে বাবলুকে আটক করে পুলিশ।

তবে বাবলু ওই তরুণীর (যাকে ফেসবুকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরা হয়) উদ্দেশে এমন খারাপ আচরন করেনি এমনটি দাবি করেছে তরুণীর পরিবার। এ নিয়ে এখন পর্যন্ত বাবলুর বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি তারা।


Post Top Ad

Responsive Ads Here