প্রবাসীর রক্তাক্ত লাশ বাথরুমে লুকিয়ে রাখল স্ত্রী-সন্তানরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০

প্রবাসীর রক্তাক্ত লাশ বাথরুমে লুকিয়ে রাখল স্ত্রী-সন্তানরা


সময় সংবাদ ডেস্ক//
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাথরুম থেকে জামাল হোসেন নামে এক প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী-সন্তানকে আটক করা হয়েছে।

বুধবার সকালে ফতুল্লার দাপাইদ্রাকপুরের রেইনবো মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামাল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

আটকরা হলেন- নিহত জামালের স্ত্রী শারমীন আক্তার, মেয়ে সামিয়া আক্তার ও ছেলে ডালিম।

আরো পড়ুন: মৃত স্ত্রীকে রেখে পালালেন স্বামী, বৃষ্টিতে ভিজছে মরদেহ

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন জামাল। দেড় বছর আগে তিনি দেশে ফেরার পর আর যাননি। এ নিয়ে পরিবারে বিবাদ সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে নিজ বাড়ির বাথরুম থেকে জামালের রক্তাক্ত লাশ পাওয়া যায়। সকালে তাকে দাফনের চেষ্টা চালান স্ত্রী, ছেলে ও মেয়ে। পরে স্থানীয়দের খবরে জামালের লাশ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে জামালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: রান্নার জন্য ডেকে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ

তিনি আরো জানান, এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী, মেয়ে ও ছেলেকে আটক করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here