ব্রাহ্মণপাড়ায় পাহাড়ি ঢলে সেতু ধসে যোগাযোগ বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

ব্রাহ্মণপাড়ায় পাহাড়ি ঢলে সেতু ধসে যোগাযোগ বন্ধ

সময় সংবাদ ডেস্ক//
ব্রাহ্মণপাড়ায় একটি সেতু খালে ধসে পড়েছে। খরা মৌসুমে খাল খনন করায় এবং গত কয়েকদিনের পাহাড়ি ঢলের পানির চাপে ব্রিজের খুঁটির নিচের মাটি সরে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে।

উপজেলার চান্দলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় মিয়া বাড়ি সংলগ্ন সেতুটি রোববার সকালে ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় চান্দলা মিয়া বাড়ি, খলিফাপাড়া, চরের পাথর, নোয়াপাড়া, লালখারসহ কয়েকটি এলাকার মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

গত দুইদিন ধরে সিএনজি-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকার জনসাধারণ যোগাযোগে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণে আজ এই ব্রিজটি ধসে পড়েছে। যার ফলে এখন কয়েক হাজার মানুষের হাটবাজারে ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, ব্রিজ ধসে খালে পড়ার বিষয়টি অবগত আছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


Post Top Ad

Responsive Ads Here