করোনা যোদ্ধা তিন নায়ক বোয়ালমারীতে তাঁদের চেষ্টায় নিয়ন্ত্রণে করোনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

করোনা যোদ্ধা তিন নায়ক বোয়ালমারীতে তাঁদের চেষ্টায় নিয়ন্ত্রণে করোনা



তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী প্রতিনিধি : 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাসের শুরু থেকে যুদ্ধে নেমেছে উপজেলার তিন নায়ক। এখন পর্যন্ত করোনার সাথে যুদ্ধ করেই চলেছেন তারা। মানুষকে সচেতন, করোনা আক্রান্ত রোগির বাড়িতে লকডাউন, কেউ করোনায় মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে লাশ লাফন সম্পন্ন, কেউ আক্রান্ত অবস্থায় বের হলে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়াসহ সব ধরণের কাজ করে চলেছেন এ তিন অফিসার। যুদ্ধারা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও ওসি মো. আমিনুর রহমান। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ করোনা কালিন সময় বাজারকে নিয়ন্ত্রন রাখতে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট করে আসছেন, করোনা রোগীর বাড়িতে গিয়ে লকডাউন ও তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, করোনা রোগিদের নমুনা পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোজ খবরসহ যাবতীয় কাজ করে যাচ্ছেন। লকডাউনের সময় গভীর রাতে খাবার নিয়ে অসহায়দের বাড়িতে গিয়ে অসহায়দের ঘরে খাবার পৌছায় দিয়েছেন। দিনমুজুরদের রাতের আধারে তাদের বাড়িতে গিয়ে বস্ত্র বিতরণ ও মাক্স বিতরণ, জীবানু নাষক স্প্রেসহ করোনা নিয়ন্ত্রণের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 


উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও হাসপাতালের আরএমও ডা. মোরশেদ আলমসহ তার টিমকে সাথে নিয়ে কিছু দিন আগে করোনা রোগিদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে বেড়িয়েছেন। বর্তমানে হাসপাতালের ভিতরে নমুনা সংগ্রহ কক্ষ তৈরি করে কখনও নিজে আবার কখনও তার টিম দিয়ে নমুনা সংগ্রহ করছেন। তিনি, ইউএনও এবং পুলিশ প্রশাসন করোনা রোগির বাড়িতে গিয়ে বাড়ি লকডাউনসহ পরিবারের সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ অব্যাহত রেখেছেন। রোগিদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ খবর নিচ্ছেন। 


থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান করোনা রোগিদের বাড়িতে লকডাউনের সময় খাবার পৌঁছে দিয়েছেন আবার করোনায় আক্রান্ত রোগিদের বাড়িতে গিয়ে খোজ খবর নিচ্ছেন। এছাড়া তার পুলিশ বাহিনী দিয়ে নিয়মিত করোনায় আক্রান্ত রোগির বাড়িতে খবর নিয়েছেন। বোয়ালমারীতে লকডাউন চলাকালিন সময় আক্রান্ত রোগির বাড়িতে দিনে রাতে খাবার পৌঁছায় দেওয়াসহ নানা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে থানার প্রায় ২৩/২৪জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এখন সুস্থ হয়েছেন। এই তিন কর্মকর্তা সকাল থেকে গভীর রাত পর্যন্ত অফিস করেন। যেখানে করোনা রোগির খবর পান সেখানে পৌঁছায় তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রতিনিয়ত উপজেলাবাসীর নিরাপত্তা, স্বাস্থ্য, চিকিৎসা ও এই মহামারি করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই উপজেলা প্রশাসন সঠিকাভাবে দায়িত্ব পালন করায় এ এলাকায় করোনায় নিয়ন্ত্রণে রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here