মেহেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০

মেহেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে ফেরদৌস আলী নামের এক কৃষককে হত্যার দায়ে কাবিদুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।আসামী কাবিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে এবং নিহত ফেরদৌস আলী একই গ্রামের আজিবুর রহমানের ছেলে। রায় ঘোষণার পর আসামী কাবিদুল ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যার সময় রাজাপুর-বারাকপুর চার রাস্তার মোড়ের একটি মাচায় ফেরদৌস আলী বসে ছিলেন। ওই সময় ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে কাবিদুল ইসলাম ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেরদৌস আলীকে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ ঘটনায় ফেরদৌসের ভাই রবগুল আলী বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩। মেহেরপুর সদর থানা। তারিখ ২৪/৭/২০১২। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ৭ জন স্বাক্ষি তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলার স্বাক্ষ্য ও নথি পর্যবেক্ষণ শেষে আদালত আসামির যাবজ্জীবন কারাদন্ড দেন। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন শহিদুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here