সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান মারা গেছেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১১টায় মারা যান তিনি। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এআইজি (জনসংযোগ) মো.সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
আরিফুর রহমান কর্তব্যরত অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে গত ১৪ আগস্ট কুষ্টিয়ায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ওইদিন রাতেই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হয়।
আরিফ ১৯৭৮ সালের ২৭ ফেব্রুয়ারি খুলনা জেলার রুপসা থানার সামন্তসেনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সরাসরি এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালের ২২ অগাস্ট খুলনা রেঞ্জে যোগদান করেন। এরপর ২০১৯ সালের ৩১ আগস্ট তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম জানাজা সকাল ৯ টায় কুষ্টিয়া পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।