ঘুষের টাকা ফেরত দিতে আসামিদের পরিবারের পেছনে ঘুরছেন সেই এসআই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০

ঘুষের টাকা ফেরত দিতে আসামিদের পরিবারের পেছনে ঘুরছেন সেই এসআই

সময় সংবাদ ডেস্ক//
গত ৭ আগস্ট এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়। মামলার হওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহভাজন অটোরিকশাচালক রকিব, আবদুল্লাহ্  ও নৌকার মাঝি খলিলকে গ্রেফতার করে রিমান্ডে নেয় মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন।

কারাগারে বন্দি থাকা ওই তিন আসামির পরিবারের স্বজনদের অভিযোগ, নিখোঁজ স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। আদালতে এ স্বীকারোক্তি না দিলে তিনজনকে (তিন আসামি) গুলি করে হত্যা করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে তিনজনকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি করিয়েছেন ওই এসআই। 

তারা আরো অভিযোগ করেন, তাদের কাছ থেকে ৪৭ হাজার টাকা ঘুষ নিয়ে কথা রাখেননি এসআই শামীম। তিনজনকে নির্যাতন করে গুলি করে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করিয়েই ছেড়েছেন। এখন ওই স্কুলছাত্রী জীবিত ফিরে আসার পর এসআই শামীম ঘুষের টাকা ফেরত দিতে তাদের পেছনে ঘুরছেন।

গত রোববার সন্ধ্যায় স্কুলছাত্রীটি ফিরে আসার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশের তদন্ত নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরইমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ওই এসআইকে মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা এসপির নির্দেশ তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here