করোনার মধ্যে বিয়ের অনুষ্ঠান, অর্ধশতাধিক আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

করোনার মধ্যে বিয়ের অনুষ্ঠান, অর্ধশতাধিক আক্রান্ত

সময় সংবাদ ডেস্ক//
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারাও গেছেন একজন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এরই মধ্যে ঘটনা নিশ্চিত করেছেন।

এ নিয়ে একটি তদন্ত করেছে মেইনের কেন্দ্রীয় ‘ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ কেন্দ্র। জানানো হয়েছে, গত ৭ আগস্ট ওই অনুষ্ঠানে সবাই যোগ দেন। সেখানে যোগ দেয়া ২৪ জন পরবর্তী সময়ে করোনা পজিটিভ শনাক্ত হন।

কিন্তু মেইন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, যারা ওই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে একজন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ঝুঁকি নেয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here