মানিকগঞ্জে নৌকাডুবিতে নিহত তিন, নিখোঁজ দুই শিশু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

মানিকগঞ্জে নৌকাডুবিতে নিহত তিন, নিখোঁজ দুই শিশু


সময় সংবাদ ডেস্ক//
মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।  মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হনুফা, তার বোন রোকসানা ও ভাই রিয়াজুল। বিষয়টি তাৎক্ষণিক দৌলতপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলাও রোকসানার ছেলে শান্ত।

তিনি আরো জানান, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনিরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল তারা সবাই।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Post Top Ad

Responsive Ads Here