নো বলের নতুন নিয়মেই শুরু হলো পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৫, ২০২০

নো বলের নতুন নিয়মেই শুরু হলো পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ


সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ দিয়ে নতুন যুগ শুরু হলো ক্রিকেটের। এখন থেকে মাঠে আর ওভারস্টেপিংয়ের জন্য আম্পায়ার নো বলের ডাক দেবেন না। নতুন এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল আইসিসি। তবে নো বল ডাকার সিদ্ধান্ত দেবেন থার্ড আম্পায়ার।

টিভি রিপ্লে দেখে ওভারস্টেপিং হলে সিদ্ধান্তটা দুই সেকেন্ডের মধ্যেই মাঠের আম্পায়ারকে জানিয়ে দেয়া হবে।  এর জন্য খেলার ওপর এটার প্রভাব পড়বে না বলেই মনে করছে আইসিসি। 

তবে এই নিয়ম কতোটা কাজে আসবে, তা ওল্ড ট্রাফোর্ড টেস্টেই দেখা যাবে। এর মধ্যেই আইসিসি ওয়ানডে সুপার লিগে এই প্রযুক্তি চালু হয়েছে।
২০১৮ সালে ইংল্যান্ড-শ্রীলংকা সিরিজে ব্রডকাস্টাররা ১২টি ভুল নো বল শনাক্ত করেছিলেন।

গত বছর পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ব্রিসবেন টেস্টেই ২১টি নো বল এড়িয়ে গিয়েছিলেন আম্পায়াররা। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ঘটে একই ঘটনা। তাই নতুন নিয়মে নো বল বিভ্রান্তি কাটবে কতোটুকু সেটিই দেখার বিষয়।


Post Top Ad

Responsive Ads Here