ফরিদপুরে ঈদের দিনে সেনাবাহিনীরে উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০২, ২০২০

ফরিদপুরে ঈদের দিনে সেনাবাহিনীরে উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের এলাকায় বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী। 

নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর অঞ্চলে ঈদ উপহার বিতরণ করে। 

সেনাপ্রধানের পক্ষ হতে ফরিদপুরে বন্যাদূর্গত প্রায় ৫০০ জন লোকের মধ্যে ঈদ উপহার হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

ক্যাপ্টেন সাকিফ মুবাশ্বির এর নের্তৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ফরিদপুরে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। 

সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দেয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যাদূর্গত লোকজনকে সহায়তার জন্য সেনাপ্রধানের পক্ষ হতে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে। 

এরআগে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর জেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here