ফরিদপুরে ঈদের দিনে ৬০০ বানভাসি মানুষের পাশে জেলা প্রশাসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০২, ২০২০

ফরিদপুরে ঈদের দিনে ৬০০ বানভাসি মানুষের পাশে জেলা প্রশাসক



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার যে কোন দুর্যোগ মোকাবেলায় সর্বদা অসহায় মানুষের পাশে ছায়ার মত থাকেন, গতকাল পবিত্র ঈদুল আজহার দিনেও নিজের সবটুকু আনন্দ ভাগাভাগি করে বানভাসি ৬০০ পরিবারের  মূখে সামান্য একটু হাসি ফোঁটানের চেষ্টায় নিজের আনন্দ টুকু বিলিয়ে দেন। 

তিনি দুপুরে শহরের সাদীপুর, ভাজনডাঙ্গায়, বিলগজারিয়া ও শহর সংলগ্ন বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। 

স্বেচ্ছাসেবী সংগঠন “উই কেয়ার” ও “তরুছায়া ফাউন্ডেশন” এ  খাবার বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে। 

বিলগজারিয়া  বেড়িবাঁধে খাবার বিতরণ কালে জেলাপ্রশাসক অতুল সরকার বলেন, বানভাসি মানুষেরা যাতে উন্নতমানের খাবার খেতে পারে, একটু সুখের হাসি হাসতে পারে, সেজন্য পবিত্র ঈদের দিনে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বন্যায় তাদের অনেকেরইতো খাবার রান্না করার ব্যবস্থা ছিলো না। তারা ভালো থাকুক এটাই আমার শুভকামনা। 

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, “উই কেয়ার” এর সমন্বয়কারী সঞ্জয় দাস, “তরুছায়া ফাউন্ডেশন” এর সভাপতি খালিদ মাহমুূদ সজিব ও “আমরা সুহৃদ” এর আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here