স্বাস্থ্যের কর্মচারী আবজাল ১৪ দিনের রিমান্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, September 13, 2020

স্বাস্থ্যের কর্মচারী আবজাল ১৪ দিনের রিমান্ডে


সময় সংবাদ ডেস্ক//
দুর্নীতির দুটি মামলায় স্বাস্থ্য অধিদফতরের কর্মচারী আবজাল হোসেনকে ১৪ দিনের রিমান্ড হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংস্থার উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন  জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

এর আগে আবজালকে দুই মামলায় দশদিন করে মোট ২০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আবজাল আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়।

আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। আর ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।


No comments: