আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০

আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী



মেহের আমজাদ,মেহেরপুর //

আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক ব্যবসায়ী। গতকাল শনিবার দুপুরের দিকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ঐ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, মাগুরা থেকে এক ব্যবসয়াী চুয়াডাঙ্গার ভালাইপুরের উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে বাসের ভিতরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার সাথে থাকা সকল কিছু হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে অজ্ঞান অবস্থায় গাড়ির যাত্রীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, পানের সাথে কোন কিছু খাওয়ানো হতে পারে। তার কাছ থেকে একটি মোবাইল, টাকা রাখা একটা ব্যাগ ছিলো। ব্যাগ টি কাটা, ব্যাগে কিছু পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত সে অজ্ঞান অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here