সিলেটে গণধর্ষণ, সাভারে নীলা হত্যা ও খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০

সিলেটে গণধর্ষণ, সাভারে নীলা হত্যা ও খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন





পিরোজপুর প্রতিনিধি :       
                    

অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। আজ শনিবার শহরের টাউন ক্লাব চত্বরে মানববন্ধন অয়োজন করে জেলা মহিলা পরিষদ। জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, গন উন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল হাসান, পি ডি এফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না,  পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, ছাত্র ইউনিয়ন নেতা ইমন চৌধুরী প্রমুখ। 

বক্তারা সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের আসামীদের সকলকে গ্রেফতার করে দৃস্টান্তমুলক বিচারের দাবী জানান।




Post Top Ad

Responsive Ads Here