ফরিদপুরের সালথায় আলেমদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২০

ফরিদপুরের সালথায় আলেমদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়


ফরিদপুর প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল এবং করোনা প্রতিরোধে ফরিদপুরের সালথায় আলেম ও মসজিদের ইমামদের সাথে জেলা প্রশাসক অতুল সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সালথা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। 


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওদুদ মাতুব্বর, বাহিরদিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আকরাম আলী, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, পুরুরা মাদ্রসার সহকারী মোহ্তামিম মাওলানা নিজাম উদ্দীন প্রমূখ।  

সভায় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা থেকে রক্ষার্থে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করার জন্য এলকাবাসীকে সচেতন করতে আলেমদের প্রতি আহবান জানান। এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে আলেমদের সহযোগিতা কামনা করেন তিনি। 

এসময় আলেমরা জেলা প্রশাসককে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে সভায় হাত তুলে জানিয়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here