ফরিদপুর করোনা পরিস্থিতিতে নিম্ম আয়ের ১১০টি পরিবারকে খাদ্য সহাায়তা দিল বিএফএফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২০

ফরিদপুর করোনা পরিস্থিতিতে নিম্ম আয়ের ১১০টি পরিবারকে খাদ্য সহাায়তা দিল বিএফএফ



ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর এএলআরডির সহযোগীতায় করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ম আয়ের ১১০টি পরিবার কে মানবিক খাদ্য সহায়তা প্রদান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসারিজ ফ্রেন্ডশিট ফোরাম (বিএফএফ)। 

শনিবার সকালে শহরের আলীপুরস্থ বিএফএফ এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেনিফিসারিজ ফ্রেন্ডশিট ফোরাম (বিএফএফ) এর  নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির। 

এসময় উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী কমিটির সভাপতি সমাজ সেবার সাবেক উপ-পরিচালক শহিদল্লা,সদর উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, ঢ়ড়ি এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজ মন্ডল । খাদ্য সহয়তা হিসেবে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার সয়াবিন তেল,২ কেজি আলু,১ কেজি লবন, ১ টি সাবান ও ৪টি মাস্ক প্রদান করা হয়। 


প্রধান অতিথি বলেন, আগামী শীত মৌসুমে করোনার প্রভাব আরো বৃদ্ধি পেতে পারে, তাই আমাদের আরো বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত দুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসময় তিনি করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ম আয়ের মানুষকে খাদ্য সহয়তা প্রদান করায় বিএফএফকে ধন্যবাদ জানান।



Post Top Ad

Responsive Ads Here