চরভদ্রাসনে শত বছরের কালী মন্দিরের নতুন কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২০

চরভদ্রাসনে শত বছরের কালী মন্দিরের নতুন কমিটি গঠন

 

চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহোসেনপুর জয়দেব সরকারের ডাঙ্গী ১শত ত্রিশ বছরের পুরোনো কালী মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার বেলা ৫টার দিকে জয়দেব সরকারের ডাঙ্গী কালী মন্দিরের সামনে এক সমাবেশে এলাকার প্রায় ৫শত হিন্দু পরিবারের লোকের সামনে নতুন কমিটির সভাপতি প্রফেসার সুবাস ভক্ত সেক্রেটারী রনজিত কুমার বিশ্বাস সহ ৫১সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোসনা করেন উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র নাথ টিকাদার ।উক্ত সভায় সভাপত্বিত করেন,বাবু বুদ্দিশ্বর মজুমদার। 

এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা । বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা পারভিন ও উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র নাথ টিকাদার। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন নতুন কমিটির সেক্রেটারী রনজিত কুমার বিশ্বাস। প্রধান অথিতির বক্তব্যে মোঃ মোতালেব মোল্যা দুঃখ প্রকাশ করে বলেন,শত বছরের পুরানো মন্দিরটি এ ভাবে অযতœ অবহেলায় পড়ে আছে আমার জানা ছিল না মন্দিরটি দুরত্ব নাট মন্দিরে পরিনত করা হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পুজা-উৎযাপন কমিটির সহ-সভাপতি বিভুতি রঞ্জন বিশ্বাস,প্রফেসর সুবাস চন্দ্র ভক্ত  সেক্রেটারী নৃপেন রায়,প্রফেসার বাবু মেঘলাল বৈদ্য,পরান মন্ডল,সুবোধ চন্দ্র সরকার ইউপি সদস্য বাবুল মেন্বর,নিরমল বিশ্বাস,,নিহার চন্দ্র বিশ্বাস,ও নতুন কমিটির সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে আগত অথিতিদের মধ্যে প্রিতি ভোজের আয়োজন করা হয়। জানা যায়, একশত ত্রিশ বছরের পুরোনো জয়দেব সরকারের ডাঙ্গী কালি মন্দিরটি অযতœ অবহেলায় একটি ৪চালা টিনের ঘরে পড়ে আছে।


Post Top Ad

Responsive Ads Here