চরভদ্রাসনে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২০

চরভদ্রাসনে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


নাজমুল হাসান নিরব, চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৯/৯/২০২০) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তলুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা শিক্ষা অফিসার বাহাউদ্দিন, কৃষি অফিসার আলভি রহমান, ও ইউপি চেয়ারম্যান আজাদ খান।   

 সমাবেশে বক্তারা বলেন,বাসার ভেতর ঢুকে ইউএনও এবং  তার বাবার ওপর বর্বরোচিত হামলায় জাতির বিবেককে আহত করেছে। হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানায় বক্তারা। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা দেশবাসীর কাছে ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থতা কামনা করেন।




নাজ/সময়/৯/৯/২০২০

Post Top Ad

Responsive Ads Here