এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২০

এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল


সময় সংবাদ ডেস্ক//
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। রোববার রাতে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১০দিন ফেরি বন্ধ থাকার পর শুক্রবার বিকেল থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। দুইদিন চলার পর রোববার রাতেই আবার বন্ধ হয়ে যায়। সোমবার দ্বিতীয় দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, চার মাস ধরে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক দফা ফেরি বন্ধ রাখা হলেও শুক্রবার সীমিত পরিসরে চালু করা হয়। কিন্তু নাব্যরা সংকটের সঙ্গে পদ্মা নদীতে তিন দফা ভাঙনে বিলীন হয়ে যায় নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা, ছোট হয়ে যায় শিমুলিয়া ঘাট। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বলেন, স্রোতের সঙ্গে ভেসে আসা পলিমাটি জমে নাব্যতা সংকট মারাত্মক রূপ নিয়েছে। নৌ চ্যানেলে বিপর্যয়ের কারণে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরি চালু হচ্ছে না। সবাইকে বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here