ফরিদপুরে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০

ফরিদপুরে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু



ফরিদপুর  প্রতিনিধি :
জাকজমকপূর্ন আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হয়েছে। 


বুধবার সন্ধ্যা ৬টা থেকে পুলিশ লাইন হাই স্কুল মাঠে ২০টি দল নিয়ে লীগ পদ্ধতিতে তিনটি গ্রæপে বিভক্ত হয়ে দল গুলো অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম সেবা।  


এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। করোনার কারণে বিভিন্ন খেলা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। করোনার কারনে একাধিক ভালো ভালো টূনামেন্ট বাতিল হয়েছে। তিনি খেলোয়াড়দের খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানান। 



অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমূখ। 


উদ্বোধনী ম্যাচে জেলা কারাগার একাদশ ৩ উইকেটে ডিডিসি একাদশকে পরাজিত করে। খেলায় প্রচুর সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Post Top Ad

Responsive Ads Here