জমে উঠতে শুরু করেছে ফরিদপুর পৌরসভার নির্বাচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২০

জমে উঠতে শুরু করেছে ফরিদপুর পৌরসভার নির্বাচন

 


সঞ্জিব দাস, ফরিদপুর :  
দীর্ঘ ৯ বছর পর আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ফরিদপুর পৌরসভার নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পাওয়ার আগেই প্রার্থীদের দৌড়ঝাঁপ ও জমজমাট প্রচারনায় জমে উঠেছে ফরিদপুর পৌরসভার নির্বাচন।        


আসন্ন এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক ১৭ জনের একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ এরই মধ্যে। জেলা আওয়ামী লীগের সুপারিশকৃত ১৭ জন হলেন, প্রয়াত সাবেক এমপি ইমাম উদ্দিন আহমেদ এর পুত্র, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাইফুল আহাদ সেলিম, যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, প্রচার সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ ইসতিয়াক আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শাহ আলম মুকুল, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হাসান মিঠু, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নীরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, রাজেন্দ্র কলেজ ছাত্র ও ছাত্রী সংসদ রুকসুর সাবেক জিএস রাশেদুজ্জামান রেশাদ এবং রুকসুর সাবেক ক্রীড়া সম্পাদক জামালউদ্দিন কানু। তবে এই তালিকায় নাম নেই বর্তমান মেয়র শহর আওয়ামীলীগের সহ সভাপতি শেখ মাহতাব আলী মেথুর। 


এ বিষয়ে মাহতাব আলী মেথু বলেন, জেলা আওয়ামী লীগে কোন রকম আলোচনা ছাড়াই ১৩ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। তার কোনো কার্যকরিতা নেই। আমি বিষয়টি কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জানিয়েছে দেখার জন্য। 


অপরদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, শহর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি।


এদিকে এ নির্বাচনকে ঘিরে ২৭টি ওর্য়াডের কাউন্সিলর প্রার্থীরা দিন রাত দৌড়ঝাঁপ করছেন ভোটারদের দৃষ্টি আর্কষনের। পৌর এলাকার পাড়া-মহল্লার দোকান গুলোতে এখন একটি বিষয় নিয়ে আলোচনা কে হতে চলছেন আগামী দিনের মেয়র ও তাদের এলাকার কাউন্সিলর।  

 
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকা সমন্বয়ে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ২৭টি ওয়ার্ড রয়েছে।
 

২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ৭৬ হাজার ৫৭১ জন।

Post Top Ad

Responsive Ads Here