বোয়ালমারীতে যুবককে হাতুড়ি পিটানোর অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১১, ২০২১

বোয়ালমারীতে যুবককে হাতুড়ি পিটানোর অভিযোগ



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে যুকককে হাতুড়ি পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতি পক্ষরা। আহত অবস্থায় ওই যুবককে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার (১০ এপ্রিল) আহত রিয়াজ চৌধুরীর বাবা বাদি হয়ে কালাম মোল্যাকে ১নং আসামি করে ৭জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ে করেছে। এজাহার সূত্রে জানা যায়, জমি জমা বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কুমরাইল গ্রামের হাফিজ মোল্যার মুদি দোকানের সামনে কুমরাইল গ্রামের কালাম মোল্যা গংরা রিয়াজকে (১৮) হাতুড়ি পিটিয়ে আহত করে। পরে আহত রিয়াজ চৌধুরীর লোকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে কালাম মোল্যা বলেন, রিয়াজ চৌধুরী আমাকে মারধর করার সময় হাতাহাতির ঘটনা ঘটে।


বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রিয়াজ চৌধুরীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here