ফরিদপুরে থানা বিএনপির সহ সভাপতিকে হাতুড়িপেটা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১১, ২০২১

ফরিদপুরে থানা বিএনপির সহ সভাপতিকে হাতুড়িপেটা



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার মোমিনখাঁর হাটে প্রকাশ্যে কোতয়ালী থানা বিএনপি সহসভাপতি নাজমুল হককে হাতুড়ি পেটা করে আহত করার অভিযোগ উঠেছে একই দলের উত্তর চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম অজম ও তার লোকজনের বিরুদ্ধে।

 
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হক জানান, থানা কমিটির অনেককে না জানিয়ে উত্তর চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করলে অনিয়মতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে দাবী করে ফেসবুকে একটি পোষ্ট দিই। এতে ক্ষুব্দ হয়ে ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম অজম ও তার লোকজন শুক্রবার মোমিনখাঁর হাট বাজারে অতর্কিতে হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে জখম করে। 

তিনি বলেন, আমাকে বাঁচাতে আসলে হামলাকারীরা হাকিম ব্যাপারী(৪০) ও সজীব ব্যাপারী (২২) কেও হাতুড়িপেটা করে আহত করে। তারা বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, এঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here