দোয়ারাবাজার প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে ১০ টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় দোয়ারাবাজার উপজেলার প্রাণ কেন্দ্র আখড়া মার্কেটে ডিলার মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেও গতকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত, সপ্তাহে ৩ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাউল বিক্রি করবেন। চাউল বিক্রি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মো.আলাউদ্দিন, মো. দুলাল মিয়া, আওয়ামীলীগ নেতা আপ্তর আলী রেদুওয়ান আহমদ, অলিউর রহমান, জীবন আহমেদ, রকি আহমদ রানা, হাসানুর রহমান হাসান প্রমূখ।

