দরিদ্র জনগোষ্ঠীকে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২১, ২০২১

দরিদ্র জনগোষ্ঠীকে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী



নিউজ ডেস্কঃ

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জেলা প্রশাসনের মাধ্যমে সারাদেশে এসব অর্থ সহায়তা দেয়া হবে।


বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




















প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সব জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী।


তিনি আরো বলেন, এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here