বেলকুচিতে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের অর্থদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১

বেলকুচিতে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের অর্থদণ্ড



উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


 সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ব্যবসায়ী, লকডাউনে ট্রাক দিয়ে যাত্রী নেয়া আনা ও মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ৮ জনকে ২০৫০ টাকা অর্থদণ্ড করছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। এসময় বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে চালা ও মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ এই প্রতিবেদককে বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে। জরিমানা করাটা আমাদের উদ্দেশ্য নয়, সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ থাকবেন। কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here