হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রাম এর পার্শ্বে খোয়াই নদী থেকে সরকারি অনুমতি অমান্য করে ইজারা বহির্ভূত স্থান হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঝটিকা অভিযান পরিচালনা করে।
রবিবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থান থেকে দু"টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
পরে, বালু উত্তোলনে ব্যবহৃত দু"টি ড্রেজার মেশিন ও পাইপ ঘটনাস্থলেই আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয় নি।
উক্ত, ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায়় করেন চুনারুঘাট থানার একদল পুলিশ ।
এ ব্যাপারে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের
বিরুদ্ধে এধরনের অভিযান প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই করা হবে।