হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের অভিযানে উপজেলার জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক আ.খ.ম উস্তার মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ।
রবিবার(১৮এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই অমল ঘোষ, এএসআই রুহুল আমিন ও এএসআই নিউটন এর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার কটিয়াদি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, উস্তার মিয়া তালুকদার উপজেলার কাজীহাটা গ্রামের নিরীহ আব্দুল কাদির নামে এক ব্যক্তির জমি জবর দখল করলে আব্দুল কাদির বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে নিরীহ গরীব কাদির মিয়াকে দলবল নিয়ে প্রচুর মারধর করে। পরে কাদির মিয়া হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে একটি মারামারি সংক্রান্ত অভিযোগ দাখিল করলে বিজ্ঞ আদালত তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে উস্তার মিয়া তালুকদার দোষি সাব্যস্থ হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উস্তার মিয়া তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন এবং পুলিশকে নির্দেশ দেন জাপা নেতা
উস্তার মিয়া তালুকদারকে দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করতে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ আলমগীর কবির জাপা নেতা উস্তার মিয়া তালুকদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।