আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৩২ হাজার টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১

আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৩২ হাজার টাকা জরিমানা

 


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ 

সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) লকডাউন উপেক্ষা ও সরকারি নিয়ম নীতিকে অমান‍্য করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কঠোর লকডাউন উপেক্ষা করে দোকান খোলার অপরাধে উপজেলা সদর বাজারের উৎসব লাইব্রেরীকে ২ হাজার টাকা, রাজধানী টেইলার্সকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ফোম এন্ড পর্দা হাউজকে ৩ হাজার টাকা, নন্দিতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, সনতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, গোপালপুর বাজারের রোকেয়া বস্ত্রালয়কে ৫ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ২ পথচারীকে ২শত টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম বলেন, 'আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার ঘোষিত ললকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হবে।'

Post Top Ad

Responsive Ads Here