খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল আগামীকাল থেকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১২, ২০২১

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল আগামীকাল থেকে



ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বাদ আছর মসজিদ, অন্যান্য উপসনালয়ে এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। 


ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সকল পর্যায়ের নেতাকর্মি ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে বিষয়টি করার কথা অনুরোধ জানান তিনি। 


এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে প্রতিদিন সকল মসজিদে, অন্যান্য উপসনালয়ে এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা করার ব্যবস্থা করা হয়েছে। সেই মোতাবেক ফরিদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মি ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে বিষয়টি করার কথা বলা হয়েছে। তিনি বলেন আমাদের নেত্রী সুস্থ্য না হওয়া পর্যন্ত এটা চলবে।

Post Top Ad

Responsive Ads Here