ফরিদপুরে জয়নারী কল্যাণ সংঘের বিচার দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১২, ২০২১

ফরিদপুরে জয়নারী কল্যাণ সংঘের বিচার দাবীতে মানববন্ধন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীর যৌনকর্মীদের সংগঠন জয়নারী কল্যাণ সংঘের সভানেত্রীর বিরুদ্ধে নানা অনিয়ম ও উশৃঙ্খলতার অভিযোগ এনে প্রতিকারের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ জনগন ও স্থানীয় বাজারের ব্যাবসায়ীরা। সোমবার দুপুরে নীলটুলিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধন থেকে তারা দাবী করেন, সংগঠনের সভানেত্রী আলেয়া বেগম যৌনকর্মীদের থেকে জোরপূর্বক চাঁদা আদায়, তুচ্ছ ঘটনায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এছাড়া প্রায়শ কিশোরীদের নিয়ে যৌন ব্যাবসা করানো ছাড়াও মানব পাচারের সাথে জড়িত বলেও দাবী করেন তিনি। 


তারা আরো জানান, যৌনকর্মীদের অবাধ যাতায়াতের মাধ্যমে পরিবেশ নষ্ট করা সহ হিজড়া দিয়ে বাজারে আগতদের হয়রানি  করে থাকে। এসব বন্ধে তারা প্রশাসনের হস্তক্ষেপ করেন।


পরে তারা এসকল অনিয়ম বন্ধের দাবী জানিয়ে ফরিদপুরের পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেন।

Post Top Ad

Responsive Ads Here