উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে করোনাকালীন কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
বুধবার (২১ এপ্রিল) সকালে পৌর এলাকায় বেলকুচি শিশু একাডেমি মাঠে বাংলাদোশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়ন বেলকুচি শাখার আয়োজনে করোনাকালীন কর্মহীন ৫০ জন দুঃস্থ ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) এসএম রবিন শীষ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি শিশু একাডেমির অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমূখ।