ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৭, ২০২১

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ব্রা‏‏‏‏‏হ্মণকান্দা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় কুরবান আলী সরদার(৬৫) নামে একজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। 


করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ খায়ের জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ব্রা‏‏‏‏‏হ্মণকান্দা বাজার এলাকায় একটি ভ্যানগাড়ীকে ঢাকাগামী প্রাইভেটক্যার (ঢাকা মেট্রো গ ১৯-৬৪০৫)  ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতের নাম কুরবান আলী সরদার। সে উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীকান্দী গ্রামের মৃত আজগর সরদারের ছেলে। নিহত ব্যক্তি মধুখালী বাজার থেকে বাজার করে ভ্যানযোগে বাড়ীতে যাচ্ছিলেন। 

 
আহতরা হলেন কুড়িগ্রাম জেলার রহমত আলীর কন্যা নীলুফা (২৪), রংপুর জেলার নগেরশ্বর গ্রামের আজহার আলীর স্ত্রী মাহামুদা(৩৫), ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের নুরউদ্দিন সরদারের ছেলে চুন্নু সরদার। আহতরা সকলে মধুখালী আলতু খান জুট মিলের শ্রমিক বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

Post Top Ad

Responsive Ads Here