ফরিদপুরের সালথায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৬, ২০২১

ফরিদপুরের সালথায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে সালথা উপজেলা পরিষদ চত্ত¡রে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধারা। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিবল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমূখ। 


প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি সারাদেশে সহিংসতা করছে। এরই ধারাবাহিতায় সালথায় তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সালথার জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো। 


এরআগে দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা আওয়ামীলীগের সদস্য আবু নাইম, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।


উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এসময় তারা ইউএনও ও এ্যাসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এতে জুবায়ের নামে আহত এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here