আজ থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১১, ২০২১

আজ থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ অব্যাহত থাকায় শুক্রবার মধ্যরাত থেকে রাজশাহীর সঙ্গে সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে। 


তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচলও বন্ধ হচ্ছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।


বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক জরুরি বৈঠক শেষে শুক্রবার (১১ জুন) বিকাল ৪টা থেকে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তের কথা জানানো হয়। 


রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভা শেষে বিভাগীয় কমিশনার বলেন, লকডাউনে নিত্য পণ্য, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট, বাস-ট্রেন, রিকশাসহ জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। 


তবে পণ্য পরিবহণকারী যানবাহন, জরুরী বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, চিকিৎসা ও গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ি চলবে।


করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ মোকাবিলায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী সকল নাগরিকগণকে লকডাউন মেনে চলার অনুরোধসহ প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here