আজ থেকে চালু হচ্ছে পশুবাহী বিশেষ ট্রেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১৭, ২০২১

আজ থেকে চালু হচ্ছে পশুবাহী বিশেষ ট্রেন


 


সময় সংবাদ ডেস্কঃ

 

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য আজ চালু হচ্ছে ‘ক্যাটল এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন।

শনিবার দুপুরে এ ট্রেন উদ্বোধন হয়ে তিন দিন চলবে। বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে।


রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, তিনটি ট্রেনের মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন ঢাকায় আসবে। এসব ট্রেনের প্রত্যেকটিতে ৪০০টি পশু পরিবহনের ব্যবস্থা রয়েছে।


জানা গেছে, ক্যাটল এক্সপ্রেস ট্রেনটি কয়টি বগি নিয়ে চলাচল করবে তা ব্যবসায়ীদের আগ্রহের ওপর নির্ভর করছে। ব্যবসায়ীদের পশু পরিবহনের জন্য নিতে হবে কমপক্ষে একটি বগি।

স্বল্প খরচে ব্যবসায়ীরা যাতে ঝামেলা ছাড়া রাজধানীতে কোরবানীর পশু বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়।

Post Top Ad

Responsive Ads Here