তালেবানকে বিদেশি মিশনগুলোর যুদ্ধবিরতির আহ্বান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২১, ২০২১

তালেবানকে বিদেশি মিশনগুলোর যুদ্ধবিরতির আহ্বান


 

সময় সংবাদ ডেস্কঃ


তালেবানকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে আফগানিস্তানে ১৫টি কূটনৈতিক মিশন এবং ন্যাটো প্রতিনিধি। সোমবার দোহার আলোচনায় তালেবান ও আফগান সরকার যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কয়েক ঘন্টা পরে তারা এই আহ্বান জানায়।

গত রোববার কাতারের রাজধানীতে তালেবানদের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আফগান নেতাদের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেছিলেন। 

তবে রোববার গভীর রাতে দেয়া বিবৃতিতে তালেবানরা আফগানিস্তানের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয়ে কোনো উল্লেখ করেনি। 


এরপর ১৫ টি মিশন এবং ন্যাটো প্রতিনিধি আফগানিস্তানে মঙ্গলবার মুসলিমদের ঈদের কথা উল্লেখ করে বলে, ‘এই ঈদুল আজহায়, তালেবানদের ভালোর জন্যই অস্ত্র বিরতি করা এবং বিশ্বকে শান্তির প্রক্রিয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করা উচিত’।


এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সিনিয়র বেসামরিক প্রতিনিধিরা সাক্ষর করেছেন।

Post Top Ad

Responsive Ads Here