বোয়ালমারী পৌরসভার ৫০০ ভ্যানচালক পেল ঈদ উপহার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

বোয়ালমারী পৌরসভার ৫০০ ভ্যানচালক পেল ঈদ উপহার


 



বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫০০ ভ্যানচালকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। 


গতকাল শুক্রবার সকাল ১১টায় পৌরসভা চত্বরে পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। পৌরসদরের চৌরাস্তায় অবস্থিত ‘আনোয়ারা মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা আফতাব আহমেদের অর্থায়নে পৌরসভার পাঁচশত ভ্যানচালকদের চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ, রসুন ও সেমাই প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোমিন খান, ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব মিয়া, আজিজুল হক, জমির আলী, সামাদ খান, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here