বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২১, ২০২১

বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


 

সময় সংবাদ ডেস্কঃ


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

জামায়াতের আগে খুতবা ও বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ইমাম। এতে অংশ নেন হাজারো মুসল্লি।


স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। মাস্ক না থাকায় প্রবেশ গেট থেকে অনেককে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশ সদস্যদের।


বায়তুল মোকাররমে দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। সকাল ৯টায় তৃতীয় জামাত। সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। সকাল ১০.৪৫ মিনিটে পঞ্চম ও সবশেষ জামাতটি হবে ।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেয়া মো. বিল্লাল হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমতে ঈদের দুই রাকাত নামাজ আদায় করেছি। মহামারি করোনাভাইরাস কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা একটি কঠিন সময় পার করছি।


নিহাদ হাসান নামের আরেকজন বলেন, মহামারি করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আগে ঈদের যে আনন্দ ছিল, এখন তো আর নেই। অনেকটাই যন্ত্রের মতো ঈদের জামাত আদায় করছি। এরপরও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি।

Post Top Ad

Responsive Ads Here