খাদ্য মজুদ ভালো, মজুদের জায়গার অভাব হবেনা-খাদ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০২, ২০২১

খাদ্য মজুদ ভালো, মজুদের জায়গার অভাব হবেনা-খাদ্যমন্ত্রী



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ

দেশে খাদ্য সংকট হবে না, আর মজুদের জন্য স্থান সংকটও হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। রাজশাহী জেলা তথ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজের মাধ্যমে খাদ্য মন্ত্রীর বিভিন্ন কর্মসূচীর বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। 

আজ (সোমবার) পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী এসব কথা বলেন। দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে। খাদ্য মজুদের জায়গার অভাব হবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্ম সূচির চাল বিতরণ করা হবে। মস্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শন কালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক,রাজশাহী জিএম ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here