ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৪, ২০২১

ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগির সংখ্যা। গত এক সপ্তাহ ধরে এই সংখ্যা এক দুই করে এখন ২০জনে। ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ জন ডেঙ্গু রোগি। এর ভিতর দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 
হাসপাতাল সূত্রে জানাযায়, রোগিদের মধ্যে বেশির ভাগ বাইরে থেকে আক্রান্ত। কয়েকজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে বলে জানাগেছে। তবে এদের মাঝে ৬ থেকে ৭ জন শিশু চিকিৎসা নিয়েছেন। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়। বর্তমানে বড়দের সাথে হাসপাতালে তিনজন শিশু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। 

গত ২০১৯ সালে যেভাবে ডেঙ্গুর সংখ্যা বেড়ে ছিলো এবার যদি তেমন হয় তাহলে পরিস্থিতি সামাল দেয়া কষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনেশ কুমার আগরওয়াল জানান, ডেঙ্গু রোগি প্রতিদিন দু-একজন করে ভর্তি হচ্ছে। আমাদের হাসপাতালে এই মূহুর্তে ভর্তি রয়েছে ৬ জন রোগি। ডেঙ্গুর যে চিকিৎসা সেবা তা দিয়ে রোগিদের ভালো করা হচ্ছে। এর ভিতর বেশি খারাপ পরিস্থিতি হওয়ায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর মাঝে ৬ থেকে ৭ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়। তারা সকলে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এখনো তেমন খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। হাসপাতালটিতে এখনো কোন ডেঙ্গুর রোগির মৃত্যু হয়নি বলে জানান তিনি।  

  
এদিকে শহরবাসী ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই ফরিদপুর পৌরসভাকে আরো বেশি আন্তরিক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here