বেনাপোলে এসে পৌঁছালো‌ ২৯ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

বেনাপোলে এসে পৌঁছালো‌ ২৯ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স



জেলা প্রতিনিধিঃ


 বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছালো ভারতের দেয়া উপহারের আরও ২৯ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এ পর্যন্ত চারটি চালানে ১০০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।


রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্টাপোল বন্দর থেকে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।



বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, চলতি বছরের মার্চে বাংলাদেশে সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০৯টি অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দেন। গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। বাকি অ্যাম্বুলেন্সগুলো চলতি মাসের শেষের দিকে আসবে।


বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট গেটপাশ (আইজিএম) জমা দিয়েছিলেন।

Post Top Ad

Responsive Ads Here