LAST 24 HOURS BREAKING NEWS -SOMOY SANGBAD(13-9-2021) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

LAST 24 HOURS BREAKING NEWS -SOMOY SANGBAD(13-9-2021)

BREAKING NEWS -SOMOY SANGBAD
BREAKING NEWS -SOMOY SANGBAD

 

*দেশে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে বাড়লো শনাক্ত-মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত‌্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে।


রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।


*নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী


নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ২০২১-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।


*হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৪৪ জন রাজধানীর। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬০ জনে।


এর আগের দিনের ২৪ ঘণ্টায় ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 


তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯ জন ও বাইরে ১৮১ জন ভর্তি রয়েছেন। চলতি মাসের প্রথম ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার।


সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


*ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা


শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।


গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় এ মামলা করেন। 


রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


এ মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নুর জাহান বেগম ও  শাহজাহান। আদালত আগামী ১২ অক্টোবর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 


*মাগুরায় বাস খাদে, নারীসহ প্রাণ গেল ৪ জনের


মাগুরা-যশোর সড়কের শালিখার রামকান্তপুর এলাকায় বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।


নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাসের হেলপার মামুন হোসেন। বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে। দুই নারী নাজমা খাতুন ও সহিরুন বেগম। নাজমা খাতুন শালিখার আনসার সর্দারের মেয়ে। সহিরুন বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।


*বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বিদ্যুৎ খাতে তার সরকারের দেওয়া ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে আরো বেশি সংখ্যক জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে।


একই সঙ্গে সরকারের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য অশুভ কোনো শক্তি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে যেন আবার সেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে পিছিয়ে দিতে না পারে সে ব্যাপারেও দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।


*যুবককে কুপিয়ে হত্যা: ১২ বছর পর ছয়জনের যাবজ্জীবন


কুষ্টিয়ায় কাবিজুর রহমান দৌলত হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 


রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডিত এক আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।


দণ্ডিতরা হলেন- জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামের রজব আলী জোয়ার্দারের ছেলে মানিক জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সরকারের ছেলে আনোয়ার হোসেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামের হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (সাগর), ফুলবাগাজী গ্রামের আজিম আলির ছেলে রানা খান (সোলেমান), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের লস্কর আলীর ছেলে কাউছার আলী ও একই উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক। 


*বলিউড সিনেমায় মিম-মেহজাবীন না করলেও, রাজি বাঁধন


বলিউডকে না করেছেন মিম ও মেহজাবিন, এমন খবর প্রকাশের পর জানা গেল একই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। সূত্রে জানা গেছে, তিনি ‘খুফিয়া’ নামের এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন।


তবে বলিউড সিনেমায় অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেন অভিনেত্রী বাঁধন। তবে তিনি যে সিনেমাটি করছেন না, সেটিও বলেননি। এ ব্যাপারে এই অভিনেত্রী হয়তো এখনও মুখ খুলতে চাচ্ছেন না।


বলিউডের কোনো সিনেমার প্রস্তাব পাওয়া বিষয়টি জানতে চাইলে অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে পারছি না।’ তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাঁধন এই সিনেমার জন্য অডিশনও দিয়েছেন।


*ফরিদপুরে জনতা জুটমিলে আগুন নিয়ন্ত্রণে


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জনতা জুটমিলের আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মিল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এই জুটমিলে আগুন ধরে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রত্যক্ষদর্শী মিল কর্মচারী বৈদ্যুতিক শাখার সহকারী শরিফুল ইসলাম ও রডমিস্ত্রী জাকির হোসেন জানান, হঠাৎ মিলের ৩ নম্বর ইউনিটের ওপর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখেন তারা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মিলের ভেতর থেকে শ্রমিকরা দৌড়ে বের হয়ে যান।  


*ভাড়া না পেয়ে দুই শিশুকে মেঘনা নদীতে ফেলে দিলেন লঞ্চ কর্মীরা


ভাড়া না থাকায় দুই শিশুকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধে। ভাসতে থাকা দুই শিশুকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।


শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন। দুই শিশু হলো- ১৩ বছর বয়সী মেহেদুল হাসান ও ১২ বছরের সাকিব হাসান।


ওসি জানান, দুই শিশু সদরঘাট এলাকায় থাকে। তারা লঞ্চে পানি বিক্রি করে। শনিবার সকালেও রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চে পানি বিক্রি করছিল শিশু দুটি। এ সময় ভাড়া চেয়ে না পাওয়ায় তাদের মাঝ নদীতে ফেলে দেন লঞ্চ কর্মচারীরা।

Post Top Ad

Responsive Ads Here