জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে।
উল্লাপাড়া স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ ৩২ নম্বর রেল সেতুর পাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটিকে নিয়ে আসতে একটি লাইট ইঞ্জিন যাচ্ছে। লাইট ইঞ্জিন দিয়ে ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।