মামলা করতে আদালতে জেমস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৯, ২০২১

মামলা করতে আদালতে জেমস


 


সময় সংবাদ ডেস্কঃ



গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে এসেছিলেন নগর বাউল জেমস। জানা যায় একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলা করতে এসেছিলেন তিনি। কিন্তু পরে আদালতের পরামর্শেই মামলা না করেই ফিরে যান তিনি।

রোববার (১৯ সেপ্টম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন। দুপুর ১টার দিকে তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।


এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।


নগর বাউল জেমসের আইজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

Post Top Ad

Responsive Ads Here