কুয়াকাটা সৈকতে পরিষ্কার - পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

কুয়াকাটা সৈকতে পরিষ্কার - পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় অনুষ্ঠিত


 


জেলা প্রতিনিধিঃ




পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পারিষ্কার-পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর আয়োজন করে।


সাগর থেকে ভেসে আসা সৈকতে প্রায় এক কিলোমিটার প্লাস্টিক, ছেঁড়া জাল, পলিথিন ও নানারকম আবর্জনা অপসারণ করা হয়েছে। এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here