ইভ্যালির মতো গ্রাহকদের সাথে প্রতারণা করা অন্যান্য ই - কমার্স প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা হেয়া হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

ইভ্যালির মতো গ্রাহকদের সাথে প্রতারণা করা অন্যান্য ই - কমার্স প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা হেয়া হবে


 


সময় সংবাদ ডেস্কঃ




ইভ্যালির মতো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


এ কে এম হাফিজ আক্তার বলেন, ইভ্যালি ও ই-অরেঞ্জসহ এমন আরো প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতারণা করেছে। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির অফার দিয়ে যারা গ্রাহকদের পণ্য দেয় না। তারা মূলত প্রতারণা করছে। এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।


তিনি বলেন, এ ধরনের প্রতারকদের বেশি বেশি ধরা হলে ধীরে ধীরে প্রতারণা কমে আসবে।


















বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির এমডি রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে এ দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এর আগে বুধবার রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন।

Post Top Ad

Responsive Ads Here